নারায়ণগঞ্জে করোনায় মাস্ক ব্যবহার না করায় ২০ জনকে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক না পড়ায় ২০ জনকে ২ হাজার ১’শ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ থেকে বেলা ১২টা পর্যান্ত মহানগরীর চাষাঢ়া শহীদ মিনার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

কামরুল হাসান মারুফ বলেন, `বাংলাদেশ করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েব চলছে। প্রতিদিন হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই করোনা প্রতিরোধে ও সচেতনতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তার অংশ হিসেবে আজ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।`

তিনি আরো বলেন, `অভিযানে আমরা দেখতে পাই, করোনার কথা ভেবে মানুষ মাস্ক নিয়ে বের হচ্ছেন কিন্তু এর সঠিক ব্যবহার করছেন না। কারো মাস্ক থুতনিতে ঝুলছে আবার কারো মাস্ক পকেটে। এভাবে করোনা প্রতিরোধ বা সংক্রমণ বন্ধ কোনটাই হচ্ছে না। আজ অভিযানে এমন অনেককেই জরিমানা করা হয়েছে। এছাড়া যাদের সঙ্গে মাস্ক ছিলো না তাদের মাস্ক বিতরণ করা হয়।`