বন্দরে দ্রুত চলছে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে দ্রুত গতিতে এগিয়ে চলছে কেন্দ্রীয় শহীদ মিনার পূণঃনির্মাণ কাজ। আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণের লক্ষ্য নিয়েই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে ঠিকাদার দ্রুততম সময়ের মধ্যেই কাজ শেষ করতে চলেছেন। শহীদ মিনার নির্মাণ কাজ অনেকটা শেষ পর্যায়ে ইতোমধ্যে ৩টি মিনারসহ ৫টি স্তম্ভ গড়ে তোলা হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া জানান, আন্তজার্তিক মাতৃভাষা দিবসকে লক্ষ্য করেই শহীদ মিনার কাজ দ্রুততম সময়ে সম্পন্নের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় সিংহভাগই শেষ হয়ে গেছে আশা করি একুশের প্রথম প্রহরে বন্দরের সর্বস্তরের জনসাধারণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে।

তিনি আরো বলেন, বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারটি সেই ১৯৫২সালের সাক্ষী হয়ে আছে। তারই ধারাবাহিকতায় এটি পূণঃনির্মাণ হয়েছে। ভবিষ্যত প্রজন্মের কাছে এর সঠিক ইতিহাস তুলে ধরতেই এটিকে সচিত্রভাবে আধুনিকায়ন করা হয়েছে। মূল স্তম্ভটি সিড়িসহ দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ৫৫ফুট। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০লাখ টাকা।