নারায়ণগঞ্জের মাটিতে পা রেখে দেখেন, কিল একটাও মাটিতে পড়বে না: শহীদ বাদল

সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কুটক্তির প্রতিবাদে চরম ক্ষোভ প্রকাশ করে মৌলবাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেছেন, যারা দেশ নিয়ে বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, বক্তব্য দিচ্ছে, যাকে তাকে বড় নেতা বানাচ্ছে তারা ক্ষমতা থাকলে বাংলাদেশ আসেন। বেশি না নারায়ণগঞ্জের মাটিতে পা রেখে দেখেন কিল একটাও মাটিতে পড়বে না।

তিনি আরও বলেন, ইসলাম কখনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। প্রিয় নবী কখনো কোন ধর্মের লোকের উপর আঘাত করেনি। কুরআনের স্পষ্ট বলা আছে যার যার ধর্ম সে সে পালন করবে।

১ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধুলে কটুক্তি আমরা কখনো সহ্য করব না। আমরা অহিংস যুদ্ধ করব। নিরস্ত্র যুদ্ধের ঘোষণা দিব। যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলনের ঝড় তুলতে হবে যেন তারা পালিয়ে যেতে না পারে। বাঘের কানে চুলকানি দিলে কিন্তু বাঘ ছেড়ে দিবেনা। আওয়ামীলীগ নেতারা বাঘের বাচ্চা।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন-বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল্লাহর সভাপতি প্রতিবাদ সভায় অংশ নেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া, সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন ভূইয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ, কৃষকলীগের সভাপতি (সাবেক) রহমত উল্লাহ, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারিছ উদ্দিন, মোঃ শাহজাহান ও মোঃ সম্রাট প্রমূখ।