তৈমূর আলমের ‘নীশি রাত্রির দ্বিপ্রহর’ ও ‘মিথ্যার কাছে জাতি পরাজিত’ প্রকাশনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

রাজনীতিক ও কলামিষ্ট তৈমূর আলম খন্দকার প্রণীত ‘নীশি রাত্রির দ্বিপ্রহর’ ও ‘মিথ্যার কাছে জাতি পরাজিত’ গ্রন্থ ২টি প্রকাশনা উৎসব আগামী ২৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট এপিলেড ডিভিশনের একজন আইনজীবী। এর আগে তিনি ছিলেন এডিশনাল এ্যাটর্নী জেনারেল এবং বিআরটিসির সাবেক চেয়ারম্য্যান। নিয়মিত তিনি টিভি টকশোতে আসেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর (অবঃ) হাফিজউদ্দিন আহাম্মদ (বীর বিক্রম প্রতীক), হাবিবুর রহমান হাবিব ও কবি আব্দুল হাই শিকদার। এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রন্থগুলী সাউন্ড বাংলা প্রকাশনা করেছে। ৫০% হ্রাস মূল্যে বই দুইটি প্রকাশনা অনুষ্ঠানে পাওয়া যাবে বলে জানানো হয়।