সোনারগাঁও পৌর সাহাপুর গ্রামের কয়েক’শ পরিবারের স্বপ্ন পূরণ, দোয়া পেলেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাহাপুর এলাকার কয়েক’শ পরিবারের অবশেষে স্বপ্ন পূরণ হলো। দীর্ঘদিনের প্রত্যাশা সাহাপুর কাঠপট্টি ঘাট নির্মাণ শুরু হয়েছে। সাহাপুর এলাকার কয়েক’শ পরিবার দীর্ঘদিন যাবৎ স্থানীয় মেনিখালী নদী থেকে অনেক কষ্টে নিজেদের গোসল ও ব্যবহার্য পানি সংগ্রহ করতেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তাদের একমাত্র দাবী ছিল একটি পাকা ঘাট নির্মাণ। সেই সব নারী-পুরুষের বহু দিনের কাঙ্খিত স্বপ্ন অচিরেই পুরণ হতে যাচ্ছে। সেই ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ঘাট। যার নির্মাণের কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

জানাগেছে, সোনারগাঁও পৌরসভার অর্থায়নে মেনিখালী নদীর পাড়ে সাহাপুর-ভাটিবন্দর ব্রীজ সংলগ্ন এলাকায় ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে সোনারগাঁ থেকে নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাকা ঘাট নির্মাণ কাজের উদ্ধোধন করেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতশত নারী-পুরুষ উপস্থিত হয়ে লিয়াকত হোসেন খোকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন।

এসময় সোনারগাঁও উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, জাতীয়পার্টির নেতা মজিবুর রহমান, মোতালেব মিয়া স্বপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাবেদ রায়হান, সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মধু, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল, সমাজ সেবক জালাল উদ্দিন বেপারী, জাতীয় পার্টির নেতা আমিন উদ্দিন, ইন্দ্রোজিত ঘোষ, হরিপদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।