করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে র‌্যালী ও মাস্ক বিতরণে ইউএনও নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।

২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করে কুতুবআইল, শিবু মার্কেট এলাকায় প্রদক্ষিণ শেষে জালকুড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে জালকুড়ি প্রাণ প্রিয় সুইট নামের রেস্টুরেন্টে মাস্ক ব্যবহার না করে অসচেতন অবস্থায় ম্যানেজার ও কর্মচারীরা কাজ করার জন্য ৩ হাজার টাকা জরিমানা করেছেন, ভোজন বিলাস রেস্তোরাঁয় অসচেতন অবস্থায় খাদ্য রাখার কারণে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

র‌্যালী প্রদক্ষিণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন প্রমূখ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় খাদ্য সুরক্ষা পরিদর্শক মো. শাহজাহান ও আনসার বিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।