সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুুরাইল এলাকায় ইসলামী মহাসম্মেলন ও ওয়াজ মাহিফল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বুধবার মাদরাসা নূরে মদিনার উদ্যোগে ২য় বার্ষিক ইসলামী মহাসমেমলন অনুষ্ঠিত হয়। ১নং বাবুরাইল শেষ মাথা ফুলবাগ জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে ওইদিন বাদ জোহর হতে গভীর রাত পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা কারী আমানউল্লাহ সিদ্দিকী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা আশরাফুল আলম শেরপুরী, মাওলানা নাজমুল হক মানিকগঞ্জ, মুফতি শরিফুল ইসলাম আশরাফী কাশিপুর, মুফতি রফিক আহমেদ ইমাম ও খতিব ফুলবাগ জামে মসজিদ।
প্রধান অতিথি আবুল কালাম মুন্সী, সম্মানিত সদস্য বাংলাদেশ মুজাহিদ কমিটি নারায়ণগঞ্জ জেলা। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অত্র মাদরাসার সভাপতি সোহেল মাহামুদ। উপস্থিত ছিলেন অত্র মাদরাসার পরিচালক কারী মুহাম্মদ দোলায়ার হোসাইন খান, আখিরী মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি শিববির আহমেদ (দাঃবা), অএ মাদরাসার পধান মুরববী মুহাদিস দেওভোগ মাদরাসা এবং আরও উপস্থিত ছিলেন মাদরাসার ছাত্র শিক্ষক অভিভাবক সহ এলাকার যুবক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

