‘স্বাধীনতা পদক’ পাওয়ায় মন্ত্রী গাজীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক ‘স্বাধীনতা পদকে’ ভূষিত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

১৩ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসী এলাকার গাজী ভবনে তাকে এ শুভেচ্ছা প্রদান করেন চরচনপাড়া জামে মসজিদ কমিটি, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ, কায়েতপাড়া ইউনিয়ন মহিলালীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, চরচনপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিম বেপারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শামীম আলম, কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি জোসনা বেগম ও সাধারণ সম্পাদক আরজুদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর হাতে স্বাধীনতা পুরস্কার-২০২০ তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন।