ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল ২৯ অক্টোবর দিবাগত রাত সোয়া ১টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য সুমন, রাজু ও মিজানুর রহমান নামে ৩জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ সহ ১টি পিস্তল, ২ রাউন্ড সীসা কার্তুজ সহ দেশীয় তৈরি ১টি পাইপ গান, ১টি ছোড়া, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামী মোঃ সুমনের বাড়ি লক্ষীপুর জেলার কমলনগর থানাধীন পশ্চিম চরসিতা এলাকায়, মোঃ রাজুর বাড়ি লক্ষীপুর জেলার সদর থানাধীন চর সেকেন্দর এলাকায় এবং মোঃ মিজানুর রহমানের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানাধীন পূর্বচর কলাকোপা এলাকায়।

তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ধারালো অস্ত্র প্রদর্শন করে কাভার্ডভ্যান থামিয়ে লুটতরাজ ও ডাকাতি করে আসছিল।

তাদের এসকল ডাকাতির ফলে গার্মেন্টস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো এবং সময়মতো শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো।

এ সকল সন্ত্রাসী কার্যকলাপের প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল গোয়েন্দা নজরদারী চালিয়ে ২৯ অক্টোবর রাতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অবৈধ অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় হাতে-নাতে উপরোক্ত ৩ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।