চিটাগাংরোড ওষুধ মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান, সাড়ে তিন লাখ টাকা জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের চিটাগাং রোড ওষুধ মার্কেটে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা এর নেতৃত্বে চিটাগাং রোড ওষুধ মার্কেটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা জানান, নারায়ণগঞ্জ চিটাগং রোড ওষুধ মার্কেটে আমরা একটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানে মোট ১৮টি দোকানে আমরা অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে সবগুলো দোকানেই মেয়াদ উর্ত্তীণ কিছু ওষুধ আছে, আনরেজিস্ট্রেট ওষুধ পাওয়া গেছে। কিছু দোকানে ড্রাগ লাইসেন্স নেই। ওষুধ আইন অনুযায়ী প্রত্যেকটা দোকানে ফার্মাসিস্ট থাকবে এবং ফার্মাসিস্ট এর সার্টিফিকেট থাকবে। আমরা বেশির ভাগ দোকানেই ফার্মাসিস্ট পাই নাই এবং ফার্মাসিস্ট এর সার্টিফিকেটও পাই নাই। এসব আইন অমান্য করার কারণে আমরা ১৮টি মামলায় মোট ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছি। ভবিষ্যতে এধ রণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ এবং র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।