ফতুল্লার বক্তাবলীতে প্রিমিয়ার লীগের অফিসের জন্য টিভি উপহার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর রাজাপুর প্রিমিয়ার লীগ (আর.পি.এল) অফিসের জন্য একটি টেলিভিশন উপহার দিলেন স্থানীয় সমাজ সেবক ও রাজনীতিবিদ নুরুজ্জামান জিকু। তিনি সামাজিক সংগঠন গুলোকে গতিশীল করতে সামাজিক কাজে এগিয়ে যান। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই বলে তিনি মনে করেন।

২৫ অক্টোবর রবিবার রাতে নুরুজ্জামান জিকুর নিজস্ব অর্থায়নে এলসিডি টেলিভিশন উপহার দেন।

এদিকে টেলিভিশন উপহার গ্রহণ করে রাজাপুর প্রিমিয়ার লীগ (আর.পি.এল) এর আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে সায়েম, পায়েল, মোস্তাক, শান্ত, শরীয়তউল্লাহ।

নুরুজ্জামান জিকু বলেন, বক্তাবলী পরগনা অবহেলিত। এ অঞ্চলের লোকজন সরকারের উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত রয়েছে। নাই কোন চিকিৎসা সেবা কেন্দ্র। নাই কোন কলেজ। রাস্তা ঘাট থাকলেও শহরের সাথে যোগাযোগের ব্যবস্থা সুবিধাজনক নয়। চিকিৎসার জন্য নদী পাড় হয়ে ঝুকি নিয়ে শহরে যেতে হয়। লেখাপড়ার জন্য আমাদের এ অঞ্চলের ছেলে মেয়েরা শহরে গিয়ে লেখাপড়া করতে হয়। নদী পাড় হয়ে তাদেরকে শহরে যাতাযাত করতে বাধ্য হতে হচ্ছে। নাই কোন খেলাধুলার সু-ব্যবস্থা। সব কিছু মিলে বক্তাবলী পরগনার লোকজন অবহেলিত।