আড়াইহাজারে ভাইয়ের হাতে ভাই খুন: ভাবি ও ভাতিজা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগগঞ্জের আড়াইহাজারে ফজলুল হক হত্যা মামলায় অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। ২৩ অক্টোবর শুক্রবার হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যে নিহতের ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা বেগম এবং শনিবার বিকেলে তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মামলার প্রধান আসামী নিহতের ছোট ভাই এবাদুল্লাহ পলাতক রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে সামান্য কলা গাছ কাটার সময় বালতি ভাঙ্গাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে ফজলুল হককে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে মেরে হত্যা করে তারই আপন ছোট ভাই এবাদুল্লাহ তার স্ত্রী ও ছেলে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী ফিরুজা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় ওই দিনই ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে সঙ্গে সঙ্গে এবাদুল্লাহর স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে পুলিশ। তার ছেলে মামলার অপর আসামী সাকিবকে গ্রেপ্তার করা হয় শনিবার বিকেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজউদ্দীন জানান, প্রধান আসামী এবাদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।