বন্দরে ১০ টাকা ধরে সরকারী চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগানে নারায়ণগঞ্জের বন্দরে ১০ টাকা ধরে চাল বিতরণ শুরু হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় চাল বিতরণের উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

বন্দর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি (ডিলার) রমজান মিয়ার মাধ্যমে বন্দরের বাগবাড়ি হতে ৪’শ লোককে ৩০ কেজি করে ১০ টাকা ধরে এ চাল দেয়া হবে।

নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ৩০ কেজি ওজনের চালের বস্তা সকলের সামনে ওজন দিয়ে দেখিয়ে দেন। বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাগবাড়ি মৃধাবাড়ি হতে এ চাল বিতরণ চলছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত চাল বিতরণ চলবে। সকলকে নিজ দায়িত্বে চাল নিয়ে যাওয়ার আহবান জানান যুবলীগ নেতা রমজান মিয়া।

এ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, বন্দর উপজেলা খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম কিবরিয়া, অফিস সহকারী অফিসার জুলেখা আক্তার সাথী, বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইমরান মৃধা, ইউপি সচিব মোঃ সৈকত, শওকত মৃধা, সোহেল মৃধা, শাওন মৃধা, নাঈম মৃধা সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম চলবে বলেও রমজান মিয়া জানান।