সোনারগাঁও সনমান্দি ইউনিয়নে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

১১সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সনমান্দী ইউনিয়নে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন- সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

‘সেবার প্রত্যয়’ সংগঠনের আয়োজনে ৫জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু, বক্ষব্যাধি হৃদরোগ, চর্ম ও যৌন রোগে আক্রান্ত ৫শতাধিক রোগীর দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন, রুহুল আমিন, হাফেজ মোঃ সোহান মোল্লা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়ন সুমন, সেবার প্রত্যয় সংগঠনের সভাপতি হাসানুর জামান কিরন, সাধারণ সম্পাদক সাহাদাত ভূঁইয়া, মাসুদ রানা, তরিকুল ইসলাম, সজিব, আল আমিন, আজমাইন, ইমরান মাহমুদ রিজু, আসিক কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।