প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনা করেছেন আনিসুর রহমান দিপু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি ৩১ আগস্ট সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার মৃত্যুতে গভীর শোক সহ তার আত্মার শান্তি কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।

এক শোক বার্তায় অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান ছিলো। আমরা তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো এবং আমরা সমগ্র জাতি তাঁর কাছে ঋণী হয়ে রহিলাম। ইতিহাস সাক্ষী দেয়, ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে প্রণব মুখার্জি সবসময় সহযোগিতা করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের এক আপনজনকে আমরা হারালাম। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি’।