বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভায় রাজনৈতিক ভাষণ!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ।

তবে তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় রাজনৈতিক ভাষণ দিয়েছেন বেশি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে অন্যান্য সদস্যরাও রাজনৈতিক ভাষণ দিয়েছেন। বন্দরে কিশোর গ্যাংয়ের ভয়াবহ রূপ নিলেও সে বিষয়ে তেমন কেউ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেননি বলেও জানাগেল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকারের সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, হাজী ইব্রাহীম আলম চান কলেজের প্রিন্সিপাল আহম্মেদ হালিম মজহার, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারী ভাইস চেয়ারম্যান সালিমা শান্তা, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালাম সহ কমিটির অন্যান্য সদস্যরা।

চেয়ারম্যান এমএ রশিদ সকলের উদ্দেশ্যে বলেন, শুধু বক্তব্য নয়, দেশের মানুষকে ভালো রাখতে ও মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ। তাই সরকারের নির্দেশনা বাস্তবায়নে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জুলাই মাসের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আইনশৃঙ্খলা কমিটির সভায়।