বঙ্গবন্ধুুর শাহাদাতবার্ষিকীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত।

১৫ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের নতুন পালপাড়া শ্রী শ্রী সত্যধাম মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল।

বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে, ওরা ১১ জন সভাপতি রিপন ভাওয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, অরুন দেবনাথ, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাস, মহানগরের সভাপতি অ্যাডভোকেট অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক জিতু দাস, তপন গোপ, সঞ্জয় দাস, রাজীব দাস, মদন মোহন দাস, পিন্টু রায়, জন সরকার সহ নেতৃবৃন্দ। প্রার্থনা সভা পরিচালনা করেন নারায়ণ মাষ্টার।

এছাড়াও জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে দুপুরে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, চাষাড়া বালুরমাঠে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।