রূপগঞ্জে ছাত্রদলের দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা, পুলিশের বাধা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে ছাত্রদল আয়োজিত দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে দোয়া মাহফিলে পুলিশ বাধা দিয়েছে। বাধা দেয়া নিয়ে এ সময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

১৫ আগস্ট শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার একটি মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও করোনায় সারাদেশে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান আয়োজন করে উপজেলা ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের কর্মসূচি শুরুর আগেই পুলিশ এসে ঘটনাস্থল থেকে সবাইকে কর্মসূচি না করে চলে যেতে বলে। এর কিছুক্ষণ পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ধাওয়া করে ছাত্রদলের নেতাকর্মীদের।

উপজেলা ছাত্রদল নেতা আবু মোঃ মাসুম অভিযোগ করেন, আমরা তো শুধু দোয়া অনুষ্ঠানের আয়োজন করছিলাম। এর মধ্যে পুলিশ এসে বাধা দিলে আমরা তাদের সাথে কথা বলার মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। কিছু বুঝে উঠার আগেই তারা নেতাকর্মীদের লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়। তবে এসময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব থাকেন। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক বিপ্লব, ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম, রনি, হীরা, ছাত্রলীগ নেতা শিপন, আরিফ, সোহেল হামলার নেতৃত্ব দেন। তারা প্রত্যক্ষভাবে হামলায় জড়িত।

দোয়া মাহফিলে অংশগ্রহণ নিতে এসেছিলেন- উপজেলা ছাত্রদল নেতা আবু মোঃ মাসুম, সুলতান মাহমুদ, মেহেদী হাসান রিপন, কাজী শামিম, সজল মিয়া, মোঃ সোহেল মিয়া, শাহিন দেওয়ান, নাসিম হোসেন প্রিন্স, আকিব হাসান, আরিফ হাসান, রাজু আহমেদ, রাকিবুল হাসান মেহেদি, মোঃ শরীফ, শফিকুল ইসলাম শফিক, সাদিকুর, হীরা নাঈম, ইমরান সুমন, ফরহাদ ফেরদৌস, খালেক মাহমুদ, তারেক প্রধান, সানজিম সিফাত প্রমুখ।

রুপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল জানান, কর্মসূচির ব্যাপারে জানা নেই, হামলার ব্যাপারেও কেউ অভিযোগ করেনি।