সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগে রাজাকার খুুঁজে পেয়েছেন কালাম!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতির নিয়ন্ত্রণ এখন রাজাকারদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। তিনি বলেছেন, যতই দিন যাচ্ছে তারা ততই সক্রিয় হচ্ছে। এভাবে চলতে থাকলে সোনারগাঁয়ে আওয়ামীলীগের নেতৃত্ব শূন্য হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্থ হবে দল।

এজন্য তিনি আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তবে তিনি কাকে রাজাকার হিসেবে অবহিত করেছেন সেটা স্পষ্ট করেননি।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলার সোনারগাঁ জাদুঘরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মুল ফটকের সামনে গণভোজের খাবার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ যখন ক্ষমতায় ছিলনা তখন উপজেলায় ঘুরে কোন নেতা খুঁজে পাওয়া যেতো না। দলের দায়িত্ব দেব এমন লোককে বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে পাইনি। আজ দল ক্ষমতায় এখন নেতার অভাব নাই। টাকার জোরে দলের পদপদবী কিনে নিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ এখন রাজাকারে ভরে গেছে। এসব রাজাকারের কারণে দলের ত্যাগী নেতারা এখন কোনঠাসা, তারা আজ বিরোধী দলের নেতাকর্মীর মতো দলে টিকে আছে।

এজন্য তিনি আওয়ামীলীগের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষন করে দলের স্বার্থে ত্যাগী নেতাদের হাতে আওয়ামীলীগের নেতৃত্ব তুলে দেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বাযক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক গাজী আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা মামুন আল ইসমাইল, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সনমান্দি ইউনিয়নের সভাপতি ইসহাক মিয়া, সোনারগাঁ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ শাখা সভাপতি আজিজুল রহমান মুকুল, টাইগার ক্লাবের সভাপতি নুরে-আলম, আব্দুল্লাহ আল মামুন শাহীন, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।