সোনারগাঁয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে চলবে চিরুনি অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁকে মাদকমুক্ত করতে এখন থেকেই অভিযান শুরু করতে হবে। ছোট ব্যবসায়ীদের চেয়ে মাদকের বড় ব্যবসায়ীদের আগে তালিকা প্রনয়ন ও গ্রেপ্তার অভিযান চালানো বেশী প্রয়োজন। এ অভিযানে প্রশাসনের সাথে জনপ্রতিনিধিরাও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বলেন, সোনারগাঁও উপজেলা থেকে সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড প্রতিহত করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। এখন থেকে অপরাধমুলক কর্মকান্ড প্রতিহত করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।

মতবিনিময় সভায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, পুলিশ সবসময় মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে। বিগত ৭ মাসে সোনারগাঁও থানা পুলিশ ১‘শ ৬০ জন মাদক বিক্রেতাকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে ১‘শ ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

তবে, গত ২ মাস তুলনামুলক মাদকের অভিযান কম হয়েছে। আমি থানায় নতুন যোগদান করেছি। এখন থেকে মাদকের ব্যাপারে চিরুনি অভিযান চলবে। মাদক বিক্রেতা কাউকে ছাড় দেওয়া হবে না।

আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্য বক্তারা বলেন, করোনার প্রার্দুভাবের মধ্যে মাদক বিক্রেতারা সক্রিয় হয়ে উঠেছে। যা এখনও বিদ্যমান রয়েছে। মেঘনা নদীতে নৌ-চাঁদাবাজরা এখন অনেক বেশী সক্রিয়। প্রতিদিন ট্রলারযোগে বৈদ্যেরবাজার এলাকায় নৌ-চাঁদাবাজরা বিভিন্ন নৌ-যান থেকে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করছে। মাদক বিক্রি ও নৌ-চাঁদাবাজদের নির্মূল করতে হলে প্রশাসনকে অনেক বেশী কঠোর হতে হবে।

সভায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, সোনারগাঁও থানা পুুলিশের অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা, উপজেলা শিক্ষা নিখিল চন্দ্র বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব, সোনারগাঁও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, শম্ভূপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ প্রমূখ।