আগামী দুইমাসের মধ্যে দূর্গম চরাঞ্চল নূনেরটেকবাসী পাবে বিদ্যুৎ: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নুনেরটেকে আগামী দুই মাসের মধ্যে বিদ্যুৎ পৌঁছবে বলে জানিয়েছেন সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

২৭ জুলাই সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এমপি খোকা বলেন, সম্প্রতি নদীর পানি বেড়ে যাওয়ায় বিদ্যুতের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। এটা না হলে ঈদের আগেই নুনেরটেকে বিদ্যুৎ পৌঁছে যেত।

তিনি বলেন, আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর নুনেরটেকবাসী যখন বিদ্যুতের দাবি জানিয়েছিল তখন আমি আল্লাহর উপর ভরসা করে তাদের দাবি পূরণের অঙ্গীকার করেছিলাম। আমি অন্য নেতাদের মত মানুষের সঙ্গে ধোঁকাবাজির অঙ্গিকার করি না। যখন যা বলি তা মন থেকেই বলি এবং তা রক্ষারও চেষ্টা করি।

নুনেরটেকবাসীর বিদ্যুতের স্বপ্ন পূরণ করতে পাড়ায় তিনি আল্লাহর শোকর আদায় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।