রাজনীতি করে টাকা মেরে খাইনা, রাজনীতিকে নেশা হিসেবে নিয়েছি: শহীদ বাদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেছেন, করোনার ভয়ে ভীত হয়ে ঘরে বসে থাকিনি। নেত্রীর নির্দেশনা মোতাবেক মানুষের খেদমতে কাজ করে যাচ্ছি। সৎ পথে চললে অভাব থাকেনা। আমি রাজনীতি করে টাকা মেরে খাইনা, রাজনীতিকে নেশা হিসেবে নিয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনা ক্লান্তিহীন এক যোদ্ধা ও দেশের এক অতন্দ্র প্রহরী। দেশের সকল সেক্টরের পাশাপাশি চিকিৎসা সেক্টরেও তিনি ব্যাপকভাবে উন্নয়নমূলক কাজ করেছেন।

তিনি আরও বলেন, ‘লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমি জেনে আনন্দিত কারণ এলাকার শিক্ষিত ও মেধাবী তরুণরা একত্রিত হয়ে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে অত্র লাইব্রেরীটি প্রতিষ্ঠা করেছে। প্রত্যেকটা মানুষের ঘরেই লাইব্র্রেরী থাকা দরকার। অত্র লাইব্রেরীর সকল প্রয়োজনে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২৪ জুলাই শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট বাজারে অবস্থিত ‘পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরী’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও করোনায় মৃত্যুবরণকারীদের রূহের মাগফিরাত কামনা ও করোনা রোগ থেকে মুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল এসব কথা বলেন।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান বুলেট, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও জুয়েল ভূঁইয়া উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরীর সভাপতি হাবিবুর রহমান রনির সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদলের সার্বিক আয়োজনে উক্ত অনুষ্ঠানে অত্র লাইব্রেরীর সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিল্লাল হোসেন অনিক ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম শাহীন, প্রতিষ্ঠাকালীন সদস্য আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মামুন মুনতাসির ভূঁইয়া, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি রাজীব দাস, যুগ্ম সম্পাদক সাব্বির আহম্মেদ সহ উক্ত লাইব্রেরীর পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়ার মাধ্যমে সমস্ত মুসলিম উম্মাহর জন্য রহমত প্রত্যাশা করা হয় এবং লাইব্রেরীর সম্মুখে বৃক্ষরোপনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।