সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ পরিবারের ১০জন করোনায় আক্রান্ত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান সহ তার পরিবারের ১০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৭ জুলাই শুক্রবার তাদের মধ্যে ৯ জনের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।

এর আগে তাঁর মায়ের করোনা ধরা পরে। বর্তমানে তাঁরা সবাই চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন। শারীরিকভাবেও সুস্থ রয়েছেন।

ইউসুফ উর রহমান বলেন, আমরা মূলত গত ১০ জুলাই থেকে মৃদু জ্বর-ঠান্ডায় ভুগছি। গত ১৪ জুলাই প্রথমে মুন্সিগঞ্জ জেলার সদর হাসপাতালে মায়ের করোনা টেস্ট করাই। তার রিপোর্ট পজেটিভ আসার পর বাড়ির আরও ১০ জনের করোনা টেস্ট করাই একই জায়গায়। তাতে একজন বাদে সবার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। যার করোনা নেগেটিভ এসেছে সে আমার মামাতো ভাই।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত আমার পরিবারের অন্য সদস্যরা হলেন- আমার স্ত্রী, বাবা, মা, তিন ভাই ও তাদের স্ত্রীরা। আমরা সবাই চিকিৎসকের পরামর্শে মুন্সিগঞ্জ সদর উপজেলার মানিকপুরে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছি। বাড়ির বাচ্চার সুস্থ থাকায় তাদের করোনা টেস্ট করানো হয়নি।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ুর রহমান বলেন, নারায়ণগঞ্জে নির্বাচন পরিবারের অন্যতম সদস্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউসুফ উর রহমান পরিবার সমেত করোনা আক্রান্ত হয়েছেন। আমি তাদের সবার আশু রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করি।