শুক্রবারেও মাস্ক বিতরণে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহামারি করোনা পরিস্থিতিতে হাজারো ভুমিকা রাখায় সোনারগাঁয়ের মানুষের মাঝে প্রিয়পাত্র হিসেবে আভির্ভূত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। প্রায় ৪ মাস ধরে তিনি করোনার সঙ্গে যুদ্ধ করছেন। ১০ জুলাই শুক্রবারেও তিনি সোনারগাঁয়ে মাস্ক বিতরণ করেছেন।

জানাগেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় একটি বিরোধ সরেজমিনে তদন্তেও গিয়েছেন তিনি। পরে তিনি করোনা নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কথা বলেন এবং মাস্ক বিতরণ করেন। ওই সময় তার সঙ্গে ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান।

এ সময় প্রায় ১৫০টি মাস্ক বিতরণ করেন তিনি। এতে গোবিন্দপুর এলাকার সাধারণ মানুষ খুব আনন্দ প্রকাশ করেন। গ্রামের সাধারণ মানুষ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাকে এভাবে কাছে পেয়ে খ্বুই খুশি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম ভূঁইয়া, সাবেক মেম্বার মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।