বন্দরে অতিরিক্ত মূল্য আদায়, ৩ ফার্মেসিকে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডর ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

৭জুলাই মঙ্গলবার দুপুরে বন্দর সোনাকান্দা, ফরাজীকান্দা, রেল লাইন রোড, উইলসন রোড এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. ওয়াহিদুর রহমান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ জানান, আজ দুপুরে বন্দর উপজেলার সোনাকান্দা, ফরাজীকান্দা, রেল লাইন রোড, উইলসন রোড এলাকার ওষুধ দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেট ওষুধ বিক্রয়, নির্ধারিত মূল্যের পরিবর্তে অধিক মূল্যে ওষুধ বিক্রয় ও লাইসেন্স না থাকায় ৩ ফার্মেসিকে ড্রাগ আইন ১৯৪০ এ ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।