সোনারগাঁও সনমান্দি ইউনিয়নে প্রবাসির বাড়িতে ডাকাতি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

২২ জুন সোমবার দিবাগত রাতে সনমান্দি ইউনিয়নের মামুদি এলাকার কুয়েত প্রবাসী কামাল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক কুয়েত ফেরত কামাল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে তারা ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের সুখে সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তবে স্থানীয় গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সদস্য আবুল হোসেন অপু জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে উপজেলার প্রত্যন্ত অঞ্চল মামুদি, হরিহরদী, টেমদী, নেদামদি পার্শ্ববর্তী নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর, চৌরাপাড়া, লাদুরচর, চরপাড়া বারদী ইউনিয়নের আলমদি জামপুর ইউনিয়নের চর তালিমাবাদ, মুছার চর সহ বিভিন্ন এলাকায় এ ধরণের ঘটনা সংঘটিত হয়ে থাকে। তবে বর্ষা শুরু হওয়ার আগেই মামুদী গ্রামে এ ঘটনা সংঘটিত হয়েছে। এজন্য এসব এলাকায় স্থানীয় প্রশাসনকে এলাকাবাসী পুলিশী টহল জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।