অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলার কোন অধিকার নেই আপনার: ডিসি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে মহামারি করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দীন বলেছেন, অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলার কোন অধিকার নেই আপনার। অনুগ্রহ করে দায়িত্বশীল আচরণ করুন এবং নিজের পাশাপাশি অন্যদের প্রতি।

২৭ মে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা প্রশাসক আরও লিখেছেন, সবই হয়েছে এই কিছু দিনের ধৈর্য্যের অভাবের কারনে। আপনি বিরক্ত হয়েছেন “মাস্ক” পড়তে, ঘরে বন্দী বা অন্তরীন থাকতে, কিংবা বাইরের প্রিয় আড্ডাগুলো এড়িয়ে চলতে বা বাদ দিতে। আপনার ঘুরে বেড়োনোর প্রিয় অভ্যাস/রুটিন না বদলানোর কারনে।’
তিনি আরও লিখেন, ‘অবশ্যই আপনার অধিকার আছে স্বাভাবিক জীবনযাপনের, নিজের খুশিমত চলার। কারোর এখতিয়ার নাই আপনি কিভাবে চলবেন তা বদলে দেবার।’

‘কিন্তু # সামাজিক দূরত্ব/ব্যক্তি দূরত্ব রক্ষা= এটা আপনার নিজের জন্যে শুধু বলা হচ্ছেনা!

# মাস্ক পড়া = এটা আপনার নিজের জন্যে শুধু বলা হচ্ছেনা!
# ঘরে থাকা = এটা আপনার নিজের জন্যে শুধু বলা হচ্ছেনা!
# টেস্ট করানো = এটা আপনার নিজের জন্যে শুধু বলা হচ্ছেনা!
অন্যের জীবনকে ঝুকিতে ফেলার কোন অধিকার নেই আপনার!’