ডিসির বিস্ময় প্রকাশ: ‘হায়রে নারায়ণগঞ্জবাসী’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের মানুষের অসচেতনতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দীন। ২৬ মে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে আবারো বক্তব্য দেন ডিসি।

ডিসি লিখেছেন, হায়রে নারায়ণগঞ্জবাসী, ম্যাজিস্ট্রেট পুলিশকে ফাঁকি দিয়ে মসজিদে জড়ো হলেন, হাতে পয়সা নাই অধিকার দেখিও ঈদের মার্কেটে জড়ো হলেন। ঈদের দুদিন বিকালবেলা জড়ো হলেন নবীগঞ্জ ফেরিঘাট কাঞ্চন ব্রিজ সেখানে গিয়ে যখন ম্যাজিস্ট্রেট পুলিশ বাধা দিল তারপর আপনাদের হুস হলো না।’

তিনি আরও লিখেন, ‘ইতিমধ্যে নারায়ণগঞ্জে পজিটিভ হওয়ার সংখ্যা বেড়েই চলছে। এখন আর শ” এর মধ্যে নেই হাজার পেরিয়ে অনেক বেশি। একটু ঘরে থাকুন নিজের জন্য পরিবারের স্বার্থে। বহুবার অনুরোধ করেছি বাড়িওয়ালাদের অথবা যারা প্রতিবেশী হিসেবে আছেন। পজিটিভ হওয়া ব্যক্তি মানেই অসুস্থ নয়, অসুস্থ হলেই মারা যাবে না। তাকে সাহায্য করুন, ওই পরিবারকে সাহায্য করুন। এরপরেও যদি আপনাদের অসহযোগিতা এবং হিংস্রতার শিকার কেউ হয়, তাহলে আপনাদের পজিটিভ হওয়ার চেয়ে বড় শাস্তি পেতে হবে। কোন ছাড় দেওয়া হবে না।’