আড়াইহাজারে মার্কেট খুলে রাখায় কঠোর এ্যাকশনে উপজেলা প্রশাসন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট চালু করায় কঠোর অ্যাকশন চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহাগ হোসেন।

২২ মে শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভূমি মো: উজ্জল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, সরকারী স্বাস্থ্য বিধি মেনে মার্কেট চালু করার অনুমতি দেয়। কিন্তু কোন রকম স্বাস্থ্য বিধি মানছেনা ক্রেতা ও বিক্রিতাগণ। ফলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক মার্কেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এ আদেশ অমান্য করে মার্কেট মালিকগণ শুক্রবার সকালে হঠাৎ দুবাই প্লাজা, পিংকি মার্কেট, খান মার্কেট, হাজী খোরশেদ আলম মার্কেট শাহাজালাল মার্কেটসহ সব মার্কেট চালু করে ফেলে। এতে শত শত লোক জড়ো হয়ে যায়।

এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, নির্বাহী ম্যাজিন্ট্রেট মো: উজ্জল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়ে নিয়ে সকাল ১১টায় অভিযান শুরু করে। অভিযানের সময় দোকান মালিক, ক্রেতা ও বিক্রিতাগণ দোকান বন্ধ করে দৌড়ে পালায়।

তিনি আরো জানান, যদি আবারো কেউ দোকান মার্কেট চালু করার পায়তারা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।