‘নতুন জামা পড়ে ঈদের আনন্দ করা করোনায় আক্রান্ত পরিবারের সঙ্গে তামাশার সামিল’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নতুন জামা পড়ে ঈদের আনন্দ করা করোনায় আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে তামাশার সামিল বলে মন্তব্য করে ঈদ উল ফিতরের আনন্দকে করোনায় আক্রান্ত পরিবারগুলোকে উৎসর্গ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এডিলেট ডিভিশনের আইনজীবী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

২২মে শুক্রবার রাতে সান নারায়ণগঞ্জকে দেয়া এক বিবৃতিতে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, করোনা পরিস্থিতিতে মানবিক ও নৈতিকতার কারনে নতুন জামাকাপড় পরিধান করে আনন্দ করার চেয়ে করোনায় আক্রান্ত পরিবারের পাশে দাড়ালে অনেক বেশি খুশি ও আনন্দ পাওয়া যাবে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে নতুন জামা পরিধান করার আনন্দ মুল্যহীন ও অমানবিক। যারা কেনাকাটা করতে গিয়ে জনস্রোত সৃষ্টি করছেন তারা নৈতিকতাকে বিসর্জন দিয়ে করোনায় আক্রান্ত মানুষের সঙ্গে তামাশা করছেন।
করোনায় আক্রান্ত মানুষের সঙ্গে এমন তামাশা থেকে বিরত থাকতে সকলের প্রতি কোরজোড়ে অনুরোধ করেছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।