করোনায় আক্রান্ত কর্মকর্তা, সোনালী ব্যাংক সোনারগাঁও শাখা লকডাউন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জ এলাকায় শহিদুল্লহ প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার এক সিনিয়র কর্মকর্তা করোনা সনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ১২ মে মঙ্গলবার অফিস শেষে উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেন।

সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মতিউর রহমান বলেন, গত ২ আগে আমাদের ব্যাংকের একজন সিনিয়র অফিসারের করোনার নমুনা পরীক্ষা পজেটিভ এসেছে। এছাড়া আরো ২জন অসুস্থ রয়েছে। সেজন্য আমরা আশংকা করছি আমাদের ব্যাংকের স্টাফদের মধ্যে হয়তো আরো কারো করোনা পজেটিভ থাকতে পারে। এ অবস্থায় ব্যাংকের কার্যক্রম চালু থাকলে আমাদের কাছে সেবা নিতে আসা গ্রাহকরাও করোনায় আক্রান্ত হতে পারে। সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের নির্দেশে বুধবার থেকে আগামী ১৪ দিন পুরো ব্যাংকটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।