সোনারগাঁও সাদিপুরে ২৭০ পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছে বেশিরভাগ মানুষ। অনেকে ঘরবন্দি ও কর্মহীন হয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে। এ অবস্থায় উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের ২৭০টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী।

৪ মে সোমবার সকালে আব্দুল আজিজ মোল্লা, মাওলানা আবু জাফর, মতিউর রহমান মাষ্টার, মাইনউদ্দিন মোল্লা, আব্দুল হামিদ মেম্বার, আফজাল হোসেন, এনামুল হক এনাম, নুরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, মোশারফ মোল্লা, ফারুক কন্ট্রাকটর, চাহেল মোল্লা ও আব্দুল্লাহ আল মামুন মোল্লার নেতৃত্বে স্বচ্ছল ব্যক্তিরা নিজস্ব অর্থায়নে প্রতিটি অসহায় পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবন উপহার দেন।