সোনারগাঁয়ে হিজড়া সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তৃতীয় লিঙ্গ হিজড়াদের সর্দারনী সহ একটি দলের সাথে বিশেষ সাক্ষাৎ করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম। এসময় তিনি তাদের বিশেষ সুবিধা প্রদান করেন।

জানা গেছে, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো সাইদুুল ইসলাম দীর্ঘ সময় নিয়ে তাদের সাথে কথা বলেন। তাদের সমস্যাগুলি জানতে চান।

এ সময় হিজড়াদের সর্দারনী কাজলী তাকে শিক্ষা চিকিৎসা সহ লকডাউনে থেকে খাবারের সমস্যার কথা তুলে ধরেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে সোনারগাঁও উপজেলায় বসবাসরত ৩২ জন হিজড়াকে ২ দুই সপ্তাহের খাবারের প্যাকেট দিয়ে সহায়তা করেন। এসময় হিজড়াদের রাস্তা ঘাটে মানুষের সাথে মানবিক আচরণ করার পরামর্শ দেন তিনি।

তাছাড়া লকডাউন শেষ হলে তৃতীয় লিঙ্গের সবাইকে বিশেষ ব্যবস্থায় শিক্ষা প্রদান ও রাস্তাঘাটে মানুষের সাথে সঠিক আচরণ করার ট্রেনিং প্রদানের আশ্বাস দেন।