চিকিৎসায় করোনা রোগী সুস্থ্য, স্বস্থিতে সোনারগাঁবাসী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রথম সনাক্ত হওয়া করোনায় আক্রান্ত রোগী মাদ্রাসা ছাত্র আবু বকর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। ইতিমধ্যে সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। আবু বকর সুস্থ্য হওয়ার খবরে সোনারগাঁবাসীর মাঝে স্বস্থি ও ভয় ভীতি কমেছে। মাদ্রাসা ছাত্র আবু বকর সুস্থ্য হয়ে ফিরে আসায় তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।

১ মে শুক্রবার দুপুরে আবু বকর ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা।

গত ১৩ এপ্রিল সোনারগাঁ উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার আবু বকর নামের ১৪ বছরের মাদ্রাসা ছাত্র সনাক্ত হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে প্রায় ১৭ দিন চিকিৎসার পর সেখানকার চিকিৎসকরা ফের তার নমুনা পরীক্ষা করে তাকে সম্পূর্ণ সুস্থ্য হয়েছে বলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে তাকে সেখান থেকে আজ দুপুরে এ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানো হয়।