রাতের আঁধারে ৪’শ পরিবারের মাঝে র‌্যাবের খাদ্যসামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সদর ও ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় গিয়ে ৪’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন র‌্যাব-১১ এর সদস্যরা। ২০ এপ্রিল সোমবার রাতে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিনের নেতৃত্বে ৪‘শ পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেয় র‌্যাব সদস্যরা।

ফতুল্লার দেলপাড়া, আদর্শনগর, শহরের কলেজ রোড এবং সদরের বাদামতলী এলাকায় ঘরে ঘরে গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় র‌্যাব সদস্যরা। এর আগেও সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লায় খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।

র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো: আলেপউদ্দিন বলেন, র‌্যাব মানুষের কল্যাণে কাজ করছে। এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই ঝুঁকি জেনেও আমরা পিছ পা হচ্ছিনা। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা সকলেই ঘরে থাকুন। নিজে নিরাপদে থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সবাই সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকুন। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা আছি।