নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত মোট ৪১১ জন, সুস্থ্য ১৬জন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ২০ এপ্রিল সোমবার আরও ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা নিয়ে নারায়ণগঞ্জে মোট ৪১১ জন করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়।

এ ছাড়াও নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। যেখানে সুস্থ্য হয়েছেন মাত্র ১৬ জন রোগী। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তের সংখ্যা ২৯৭ জন, মারা গেছেন ১৭ জন।

সিটি কর্পোরেশনের বাহিরের এলাকায়তেও ধীরে ধীরে ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে। যেখানে নারায়ণগঞ্জ সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন, মারা গেছেন ৮ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছন ২৫ জন, মারা গেছেন ৪ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৫ জন, মারা গেছেন একজন। তবে আড়াইহাজার উপজেলায় ১২জন ও সোনারগাঁ উপজেলায় ৬ জন করোনায় আক্রান্ত হলেও স্বস্তির বিষয় এখনো সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।

অন্যদিকে ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনার নমুনা ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে। নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগও। এই পর্যন্ত তারা সবমিলিয়ে ৯৫৭ জনের নমুনা সংগ্রহ করেছেন। তবে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে।

গত ২৪ ঘন্টায় ১১৯ জনের নমুনা সংগ্রহ করতে পেরেছেন তারা। এছাড়া নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডাব্লিউ স্কুলেও করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জেএনজি নামক একটি এনজিও। এছাড়া খানপুর ৩’শ শয্যা হাসপাতালকে ইতিমধ্যে ৫০ শয্যার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানেও পিসিআর ল্যাবসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের চেষ্টা চলছে।