সোনারগাঁয়ে আরও এক করোনা রোগী সনাক্ত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। ১৫ এপ্রিল বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা মিডিয়াতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার কাঁচপুর বৈহাকের এলাকার নুর মোহাম্মদ গলিতে শহিদুল নামের এক ব্যক্তি ক’দিন আগে জ্বর ঠান্ডা, কাঁশি নিয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করতে যান। আজ বুধবার সেখান থেকে ফোন করে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকার কর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। শহিদুলের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি কাঁচপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তার করোনা সনাক্ত হওয়ার পর কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।

এর আগে উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকায় আবুবকর নামের এক মাদ্রাসা ছাত্রের করোনা সনাক্ত হয়। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।