সোনারগাঁয়ে প্রথম করোনা রোগী সনাক্ত, বেশকটি বাড়ি লকডাউন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী একজন মাদ্রাসা ছাত্র। করোনা রোগী সনাক্তের বিষয়টি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা পলাশ সাহা।

১৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় করোনা রোগীর বাড়িতে গিয়ে তার ঢাকা মেডিকেল থেকে দেয়া রির্পোট দেখে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার এক মাদ্রাসা ছাত্র জ্বর, ঠান্ডা ও স্বাসকষ্ট নিয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজিব তাকে দেখে করোনা উপসর্গ সন্দেহ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে সোমবার দুপুরে রিপোর্টে করোনার পজেটিভ আসে।

খবর পেয়ে সন্ধ্যার দিকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা করোনা রোগীর বাড়িতে গিয়ে তার আশপাশের ১০টি ঘর লকডাউন করেন। পরে করোনা রোগীকে এ্যাম্বুলেন্সে করে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়।