নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ করোনায় আক্রান্ত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলায় চিকিৎসকদের সর্বোচ্চ কর্মকর্তা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান।

তিনি জানান, শুক্রবার বিকেলে সিভিল সার্জনের কোভিড-১৯ ফলাফল পজিটিভ এসেছে। তিনি এতোদিন হোম কোয়ারেন্টানে ছিলেন। করোনা পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন।

এর আগে করোনা ফলাফল পজিটিভ এসেছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ও জেলা করোনা ফোকাল পারসন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বর্তমানে আইসোলেন আছেন।

মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হন। তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করেছেন এমন জেলার উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ৭ এপ্রিল লকডাউন ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ জেলাকে।