বন্দরে রূপকথার যোগ সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশে মরণব্যাধি করোনা ভাইরাসের আক্রমণে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষ হয়ে পড়েছে কর্মহীন। আর এসব কর্মহীন অসহায় দুঃস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের বন্দরের সামাজিক সংগঠন রূপকথার যোগ সংঘ।

৩ এপ্রিল শুক্রবার রাতে রূপকথার যোগ সংঘের উদ্যোগে বন্দর থানাধীন সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় রূপকথা যোগ সংঘের মূখ্যপাত্র মোঃ আরাফাত বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা রূপকথার যোগ সংঘের উদ্যোগে আমাদের সাধ্যমত গরীব দুঃখী অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, পিয়ান, লবন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি এই করোনায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ান তাহলে আমি মনে করি একটা লোকও না খেয়ে মারা যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।