ফতুল্লার কুতুবপুরে ৫’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণে নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসসানের নির্দেশক্রমে এবং অনুপ্রেরণায় কুতুবপুরে ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে গরীবদের মাঝে খাদ্য বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১ এপ্রিল বুধবার দুপুরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ সদস্য আলাউদ্দিন হাওলাদার ও মুসলিমপাড়া যুব সমাজের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম ইসহাক, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, স্থানীয় ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন বাচ্চু, হাজী লিটন হাওলার ও রেজাউল করিম সোহাগ প্রমূখ।

আর আলাউদ্দিন হাওলাদার বলেন, আমরা আমাদের এলাকার ৫’শ দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন দিয়ে প্যাকেট করেছি। আমাদের স্বেচ্ছাসেবী রয়েছে তারা সবার ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসবে। আমরা আমাদের জনপ্রিয় এমপি শামীম ওসমানের আহবানে স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে ৫’শ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উদ্যোগতাদের ধন্যবাদ জানিয়ে ইউএনও নাহিদা বারিক বলেন, দেশের বর্তমান দূর্যোগময় মূহুর্তে আপনারা যে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মত সকল বিত্তবানরা এগিয়ে আসলে মনে হয়না সমাজের কেউ অভূক্ত থাকবে। যাদের সামর্থ আছে তারা দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী যেন বিতরণ করেন।

স্থানীয় জনসাধারণের প্রতি আহবান জানিয়ে নাহিদা বারিক বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস কতটা ভয়ংকর তা আপনারা এখনো বুঝতে পারছেন না। এই মহামারি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। সুতরাং দয়া করে আপনারা ঘরে থাকেন, ঘর থেকে কেউ বের হবেন না। আপনাদের খাবার যার যার ঘরে পৌঁছে দেয়া হবে। নিজেকে এ করোনা থেকে রক্ষা ঘরমুখী হতে হবে। যারা খাদ্য বিতরণ করছে তারা আপনাদের ঘরে গিয়ে পৌছে দিয়ে আসবেন সকলের কাছে সেই আহবান করছি।