সেলিম ওসমানের অর্থায়নে বন্দরে তিনটি ইউনিয়নে ৩টন চাল বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের এমপি সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের বন্দরে কোভিড-১৯ সংকট এড়ানোর অংশ হিসেবে কলাগাছিয়া, মুছাপুর ও ধামগড় ইউনিয়নে ৩ হাজার খেটে খাওয়া দিনমজুরকে ১০কেজি করে চাল বিরতণ করা হয়েছে।

প্রথমেই ৩১ মার্চ মঙ্গলবার সকালে বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের একেএম সামসুজ্জোহা স্কুলে ঐ ইউনিয়নের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদ হোসেন। ঐ ইউনিয়নের ৯টি ওয়ার্ড সদস্য দ্বারা প্রতিটি এলাকায় দুঃস্থদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়া হয়।

একই সময় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। একইভাবে ওয়ার্ড মেম্বারদের দ্বারা দুঃস্থদের বাড়িতে চাল পৌছে দেয়া হয়।

এ ছাড়াও দুপুরে ধামগড় ইউনিয়নের শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। উল্লেখিত স্থানে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ।

এখানে উল্লেখ্যযে, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বন্দরের ৫ ইউনিয়নের ৫ হাজার দুঃস্থদের জন্য ৫টন চাল বরাদ্দ করেন। যার ৩টন মঙ্গলবার ৩টি ইউনিয়নে বিতরণ করা হয়। যেখানে প্রতি ইউনিয়নে ১ হাজার জন পাবে ১০ কেজি করে চাল।