বন্দরে শহীদ বাদলের উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিশ্বজুড়ে ভয়াবহ হয়ে উঠা প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ঘরে বসে থাকা দিন আনে দিন খায় এ রকম দুঃস্থ ও অসহায়দের মাঝে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের উদ্যোগে ও ভিপি বাদল সমর্থক গোষ্ঠীর পক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্থার সংস্থার নিয়ম মেনে আবারো ত্রাণ সামগ্রী ও সাবান বিতরণ করা হয়।

৩১ মার্চ মঙ্গলবার বিকেলে বন্দর থানাধীন বুরুন্দি জুলহাস সরকারের বাসভবনে এসব বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জুলহাস সরকার।

এ সময় ত্রাণ নিতে আসা সকলকে প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়ানো হয় সাবান দিয়ে হাত ধোয়ানো হয়।

করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেয়া এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের মাঝে সামগ্রীগুলো বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে জুলহাস সরকার ছাড়াও আরো উপস্থিত ছিলেন- রিয়াস উদ্দিন, রাজু সরকার ও আল আমিন সরকার প্রমূখ।