নারায়ণগঞ্জ কারা পরিবারের রেশনে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা কারাগারের রক্ষীদের রেশনে মহামারি করোনা ভাইরাসের দূর্যোগকালীন সময়ে কারাগার সুরক্ষিত রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে গরীব, অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩১ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ কারা পরিবারের সদস্যগণ তাদের এক মাসের রেশন সামগ্রী প্রদান করেন ও তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা কারাগার ৫’শ পরিবারের মাঝে প্রত্যেককে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২কেজি আলু, ১টি সাবান ও ১টি করে মাস্ক অনুদান প্রদান করেন।

এ ছাড়াও কারাগারে আটক বন্দিরাও উৎপাদিত পণ্যে পারিশ্রমিক নিলেও মাস্ক উৎপাদনে কোন পারিশ্রমিক নেননি। এতে বন্দিগণও এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। এই ক্ষুদ্র অনুদান পেয়ে আগত অসহায় মানুষ জন আবেগে আপ্লুত। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেল সুপার সুভাষ কুমার ঘোষ, জেলার শাহ রফিকুল ইসলাম, অন্যান্য কারা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কারা পরিবারের সদস্যগণ।