ফতুল্লার কাশিপুর এলাকায় জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মাস্ক বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেনের উদ্যোগে ফতুল্লা থানাধীন কাশিপুরের নরসিংহপুর এলাকায় মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ বুধবার বিকেলে জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা জনসাধারণের মাঝে এই সচেতনতামূলক প্রচারনা চালান।

মাস্ক ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মিলন মেহেদী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব ওমর ফারুক নাইম খান প্রমূখ।

এ সময় মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান করেন। সেই সাথে সকলকে স্বাস্থ্য বিধি মেনে এই দূর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ায় মৎস্যজীবী দলের নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপণ করেন।