সোনারগাঁয়ে দুটি ইউনিয়নে ৫০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস ডিস্ট্রিব্রিউশন কোস্পানী সোনারগাঁ জোন। ১৮ মার্চ বুধবার সকালে এর আগে পৌরসভার চাঁদেরকিত্তি এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে দিয়ে নিয়ে যাওয়া প্রায় অর্ধকিলোমিটার গ্যাস পাইপ তুলে দেন।

গ্যাস বিচ্ছিন্ন করনে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। এ সময় তিতাস সোনারগাঁ জোনের উর্ধ্বতন কর্মকর্তারা সহ বিপুল সংখ্যাক পুলিশ উপস্থিত ছিলেন।

তিতাস ডিস্ট্রিব্রিউশন কোম্পানী সোনারগাঁ জোনের ডেপুটি ম্যানেজার রিফাত আবদুল্লাহ জানান, সোনারগাঁয়ের কিছু অসাধু ঠিকাদারের যোগসাজসে অবৈধভাবে কয়েক কিলোমিটার গ্যাস সংযোগ নিয়েছে। সরকারী নির্দেশ অমান্য করে তারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে সরকারের কোটি কোটি টাকার গ্যাস অপচয় করছে।

তিনি আরও জানান, এর আগেও এ লাইনটি কয়েকবার বিছিন্ন করার পরও তারা পূণরায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস জ্বালাচ্ছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্ব পুণরায় এক কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন তুলে বিচ্ছিন্ন করা হচ্ছে। কেউ যদি পুণরায় সংযোগ দিতে চায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সোনারগাঁ জোনেরর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী সারোয়ার হোসেন, টেকনিশিয়ান মিজানুর রহমান সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।