মুজিববর্ষে এতিমদের নিয়ে কেক কাটলেন নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ফতুল্লায় এতিম শিশুদের কেক কাটলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। ১৭ মার্চ মঙ্গলবার ফতুল্লার মুসলিমনগর এতিমখানায় এ কেক কাটেন তিনি।

নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিনিময়ে এবং ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে সেই জাতির পিতার জন্মশতবার্ষিকী। তার জন্মদিনে উৎসব পালন করছি। বঙ্গবন্ধুকে আমরা সব সময় শ্রদ্ধা করবো এবং তার আদর্শকে আমরা লালন করে চলবো।

করোনা ভাইরাস আক্রান্ত থেকে নিরাপদে রাখতে এতিমদের মাঝে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় সবাই যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই পরামর্শ দেন ইউএনও নাহিদা বারিক। পরে তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর লেখা চিঠি শিশুদের পাঠ করে শোনান। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন দুপুরে এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।