আদালতের কাঠগড়ায় সোনারগাঁও বিএনপির অর্ধশত নেতাকর্মী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সোনারগাঁও থানা পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সোনারগাঁও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী।

৪ মার্চ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজিরা দেন বিভিন্ন পর্যায়ের এসব নেতাকর্মীরা।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, সোনারগাঁও থানার একটি নাশকতার মামলায় সোনারগাঁ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিয়েছেন।

আসামিরা হলো- সোনারগাঁও বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সহ-সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও ছাত্রদল নেতা রুবেল হোসাইন, ইকবাল প্রধান, মোজাম্মেল হক, কাজী হিমেল, ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, আবদুল আলীম, শাহাজুদ্দিন, বাশার, হিমেল, সাইদুর, ইউনুস, খোরশেদ ও বিল্লাল হোসেন প্রমূখ।