আইনজীবী আমিনুল হকের মৃত্যুতে তৈমূর আলমের শোক প্রকাশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সর্বজৈষ্ঠ সদস্য অ্যাডভোকেট আমিনুল হকের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসমন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তিনি বলেন, আমিনূল হকের মৃত্যুতে নারায়ণগঞ্জের আইনজীবীরা একজন অভিভাবককে হারালো।

তৈমূর আলম খন্দকার মরহুমের স্মৃতিচারণ করে বলেন, আমিনুল হকের নেতৃত্বেই নারায়ণগঞ্জ থেকে ১৯৭৮ সনে বিবাহে যৌতুক আদান-প্রদানকে বেআইনী ঘোষণার দাবিতে সামাজিক আন্দোলন শুরু হয় এবং সে আন্দোলনকে বেগমান করার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় মিছিল, মিটিং, সেমিনার, পত্রিকায় আর্টিকেল লেখা সহ ‘বাংলাদেশ যৌতুক প্রথা দূরীকরণ সংস্থা’ জেলা পর্যায়ে কমিটি গঠন করার জন্য বিভিন্ন জেলা সফর করেছি। ফলশ্রুতি ১৯৮০ সনে বিএনপি সরকার যৌতুক বিরোধ আইন ১৯৮০ সংসদে পাস করে। তিনি আমিনুল হক অত্যন্ত বিনয়ী এবং সদালাপী ব্যক্তি ছিলেন।