মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদের কঠোর হুশিয়ারী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্রকারী কিংবা বাধা সৃষ্টিকারী ও মহানগর ছাত্রদলের সকল নেতাকর্মীদের প্রতিও কঠোর হুশিয়ারী দিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ। ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাজ পোস্ট করেছেন।

মহানগর ছাত্রদলের দেয়া ফেসবুক স্ট্যাটাজে লিখেছেন,পরিশেষে নারায়ণগঞ্জ মহানগর-জেলা ছাত্রদলের সীমানা জটিলতার সমাধান। আমাদের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ এর মাধ্যমে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের গড়া নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সীমানার ক্ষেত্রে সম্মান দেখানোয় আমরা নারায়ণগঞ্জবাসী কৃতজ্ঞ এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল জানাচ্ছে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা।

তিনি আরও লিখেন, প্রত্যকটি কর্মসূচির মাধ্যমে আমরা তার বিশ্বাসের আস্থা পূরণ করবো ইনশাল্লাহ এবং আপোষহীন ও বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনপ্রিয় দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

‘এর আগেও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলকে সব প্রতিকূলতার মধ্যে এবং জেলা-মহানগর বিএনপির সিনিয়রদের বিভিন্ন বাধা উপেক্ষা করে মহানগর ছাত্রদলের প্রাণ সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটকে যুক্ত করার কারণে ও আমরা কৃতজ্ঞ। আর রাজনীতিতে এই দুইটা বিষয়ই আমাদের সবার থেকে ভিন্ন রকম এক অনন্য পাওয়া, যেটা সবার সাধ্যে বা ক্ষমতার মধ্যে পরে না। আর এটা আমাদের অহমিকা না, এটা আমাদের শ্রম-সততা ও আনুগত্যের সাথে ঐক্যবদ্ধ কর্মের ফসল।’
‘পরবর্তীতে যার ধারাবাহিকতায় যুবদল, সেচ্ছাসেবকদল সহ সব ইউনিটে সিদ্ধিরগঞ্জ যুক্ত হয়। আর এতে করে প্রমাণ হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল তথা ছাত্রদল এর মূল্যটা দলের কোন পর্যায়।’

‘যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলকে এভাবে সরাসরি মুল্যায়ন করে তাহলে আপনারা স্থানীয় সিনিয়ররা করবেন না কেনো? আমরা সিনিয়রদের কম-বেশি মূল্যায়ন বা সহযোগিতা পেয়েছি (বিশেষ করে সাবেক দুই/একজন সোনালী ফসলের) বা কাজ ও শ্রদ্ধার মাধ্যমে আদায় করে নিয়েছি কিন্তু আরো মন থেকে সকল সিনিয়র নেতারা বিনা স্বার্থে ছাত্রদলের পাশে দাঁড়াবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিবেন সেই কামনাই করি।’

‘অন্যথায় বিনয়ের সাথে বলছি পিছনের দরজা বা আপনাদের সিনিয়রদের ছায়াতলে থেকে যে বা যাহারা সংগঠনকে সু-সংগঠিত হতে বাধাগ্রস্থ/বিশৃংখলা নামক নোংরা অপরাজনীতি করার চেষ্টা করবে বা করাবেন তাদের সরাসরি বহিষ্কার এবং সিনিয়রদের নামে লিখিত অভিযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা। শহীদ রাষ্ট্রপ্রতির হাতে গড়া ছাত্রদল স্বতন্ত্র পথে হাটবে এবং মাই-ম্যান নামক (চামচামি) হিসেবে কেউ ছাত্র রাজনীতি করার সুযোগ নাই। কারন আমাদের সরাসরি দায়িত্বে স্বপ্ন নায়ক আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান।’

তিনি লিখেন, ‘বিঃদ্রঃ- সারা জীবন ছাত্রদল করবোনা বা আমার এই পদ-ও স্থায়ী না কিন্তু নিজের রক্ত দিয়ে হলেও প্রকৃত ছাত্রদলের ভাবমূর্তি ও প্রকৃত চলার পথ এবং সাংগঠনিক নিয়মে এর প্রথম ধাপটা শুরু করে যাব নারাযণগঞ্জ এর বুকে-বাকি ভবিষ্যৎ নেতৃত্ব বাস্তবায়ন করবে পুরোপুরি। আর নিজের ভবিষ্যৎ নিয়া আমি ভাবিনা। তবে শুভাকাঙ্খী সবার দোয়া কামনা করি এবং আবারো বলি তারেক রহমানের নির্দেশনার বাইরে একটা চুল পরিমান যাবার সুযোগ নাই কারো সুতরাং সবাই সাধু-সাবধান।’

‘মুখে নয় কাজে বিশ্বাসী হই আমরা এবং আসুন সবাই যার যার যায়গায় তাকে সম্মান দিয়ে জাতীয়তাবাদী শক্তির সকলে ঐক্যবদ্ধ হই। কারন এই স্বার্থ আমাদের সকলের দেশের এবং দলের। মুক্তি মুক্তি মুক্তি চাই-খালেদা জিয়ার মুক্তি চাই কাঁধে কাঁধ রেখে এক সুরে রাজপথে আওয়াজ তুললে আমাদের রুখবার সাধ্যকার?’